সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

     অক্টো 19, 2023 / GMT+6

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। শুক্রবার এ হামলা হয়। এতে দুই সেনা আহত হয়েছেন। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। খবর আল জাজিরার।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বিবৃতির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে পরপর তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা গেলেও তৃতীয়টি আঘাত হানে ঘাঁটিতে। এতেই দুই সেনা আহত হন।


এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া এ ধরনের হামলা জোট বাহিনী ও বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেয়াসহ সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও দাবি তাদের।

এবং  আইএসআইএলের বিরুদ্ধে লড়াইকে বিপন্ন করে।  

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!