সেনাবাহিনীর সাথে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক সন্ধ্যায়
ডিসে 11, 2023 / GMT+6
সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার বেপারে নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে আজ সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সাথে বৈঠক করবেন নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে আজ সন্ধ্যা ৭টায় এ বৈঠক শুরু হবে।
জানা গেছে যে এবারের নির্বাচনে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবে। এছাড়া ৫ লাখ ১৬ হাজার আনসার সদস্য, পুলিশ ও র্যাব মিলে এক লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ডের ২,৩৫০ জন সহ ৪৬ হাজার ৮৭৬ জন বিজিবি নির্বাচনে নিয়োজিত থাকবেন।
গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান যে নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তিনি বলেন অতীতের মতো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে কাজ করবে।
তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন এখনও সিদ্ধান্ত নেয়নি। অতীতের জাতীয় নির্বাচন গুলোতে সেনাবাহিনী মোতায়েন ছিল আর এবারের নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা বেশি রয়েছে।
উল্লেখ্য যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি শুরু হয়েছে যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের প্রচারণা চালাবেন প্রার্থীরা।